আমার ছায়া ফেলে তোমার গায়ে ছায়া দিয়েই তোমার শরীর দিয়েছিলাম ছুঁয়ে। হঠাৎ তুমি তোমার ছায়া আমার গায়ে ফেলে ছায়াবাজির উষ্ণ জবাব দিলে। এক ছায়াতে গিয়েছিল মিশে, তোমার–আমার দুটি ছায়া পাশাপাশি এসে। দুইটি দেহের মধুর মিলন না যদিও ঘটে ছায়ার মিলন ঘটেছিল বটে।