বেস্ট রিটেইল অর্গানাইজেশন অব দ্য ইয়ার বা বছরের সেরা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের পুরস্কার জিতেছে চেইন সুপারশপ স্বপ্ন। এই পুরস্কার ছাড়াও মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ (সবচেয়ে টেকসই খুচরা উদ্যোগ) ও বেস্ট একুইজিশন স্ট্র্যাটেজি শ্রেণিতেও পুরস্কার পেয়েছে স্বপ্ন।

source https://www.prothomalo.com/business/সেরা-খুচরা-বিক্রেতার-পুরস্কার-পেল-স্বপ্ন