ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের একটি কক্ষ দখল করা নিয়ে হল শাখা ছাত্রলীগের বিভিন্ন পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গত বুধবার উত্তেজনা দেখা দেয়। রড ও লাঠি নিয়ে তাঁদের মহড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। উত্তেজনা সৃষ্টিকারী ও আতঙ্ক ছড়ানো নেতাদের বেশির ভাগেরই নেই ছাত্রত্বও। কিন্তু এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যায়নি।

source https://www.prothomalo.com/bangladesh/capital/এস-এম-হলে-রডলাঠি-নিয়ে-ছাত্রলীগের-মহড়ায়-কর্তৃপক্ষ-নীরব