হেমন্ত আজ সবার মনে খুশির হাওয়া বয় দেখতে যেন নতুন বধূ পরানজুড়ে রয়। ধান পেকেছে খেতখামারে চাষির মুখে হাসি বটের ছায়ায় রাখাল বাজায় মধুর সুরে বাঁশি। চড়ুই ডাকে ঘরের চালে দোয়েল পাতার ফাঁকে খোকন সোনা মুগ্ধ হয়ে খাতায় ছবি আঁকে। চতুর্দিকে নতুন হাওয়া আনল ডেকে ঘ্রাণ নজরকাড়া এমন দিনে জুড়ায় সবার প্রাণ।