বিষণ্নতার দিনে তাকে কাছে পেতে ইচ্ছে করে ইচ্ছে করে স্বপ্নে খুঁজে পাওয়া সুখ তাকে দিতে যে সুখ দেবার অধিকার নেই বাস্তব জমিনে। কিছু সম্পদ থাকে যার মালিক হয়েও বেওয়ারিশ হয়ে কাটাতে হয় আমৃত্যু কারণ নিজের নামে যে দলিল নেই। দলিল হয়ে যায় অন্য কারও নামে তাই ভোগ করার সামাজিক অধিকার কেবল তারই হয়।
source https://www.prothomalo.com/writings/একই-আকাশের-নিচে
0 মন্তব্যসমূহ