আট বছর আগে রেলওয়ের একটি পুকুর অস্থায়ী ইজারা দেওয়া হয় মাছ চাষের জন্য। কিন্তু পুকুর ভরাট করে সেখানে গড়ে তোলা হয়েছে বিপণিবিতান, গাড়ির গ্যারেজ ও সেমিপাকা ঘর। চট্টগ্রাম নগরের নাজিরহাট রেললাইন লাগোয়া জায়গা নিয়ে এই কাণ্ড।