জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর ম্যাচপ্রতি গড়ে ১টি গোল করে চলেছেন, কিন্তু রোনালদোর আরও বেশি গোল চাই। সে জন্য কী করতে হবে, সেই বুদ্ধিও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশারকে সরাসরি বলে দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

source https://www.prothomalo.com/sports/football/তাঁর-গোল-বাড়াতে-ইউনাইটেডকে-কী-করতে-হবে-সুলশারকে-বললেন-রোনালদো