মান্দালয়, ইয়াঙ্গুন, সেগিং, মাগউই, এয়ারবতিসহ বিভিন্ন শহর এবং কায়াহ ও শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর। কয়েক দিন ধরে চলা এসব হামলা–সংঘর্ষে ৫০ জনের বেশি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

source https://www.prothomalo.com/world/asia/মিয়ানমারে-জান্তাবিরোধী-লড়াই-জোরদার-৫০-সেনাকে-হত্যা