এলআরবির নতুন গান ‘ইন মেমোরি অব আইয়ুব বাচ্চু’র কথা লিখেছেন হ্যাভেন ও রনি, কণ্ঠ দিয়েছেন রনি। এ গানে বেজ গিটার বাজিয়েছেন সাইদুল হাসান স্বপন, ড্রামসে ছিলেন রিয়াদ সরয়ার, গিটারে পুষ্প ফেরদৌস ও কাজী আনান।