একপক্ষে রয়েছেন রাতারগুল ঘাটের মাঝিরা। রাতারগুল ও দেওয়ানেরগাঁও গ্রামের বাসিন্দারা মূলত এই ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আরেক পক্ষে রয়েছেন চৌরঙ্গী ঘাট বা ফখরের ঘাটের মাঝিরা, যাঁরা মূলত বাগবাড়ি ও রামনগর গ্রামের বাসিন্দা।