শিক্ষা নিয়ে গড়ব এ দেশ এই তো মোদের আশা নতুন করে চিনবে লোকে আমার মায়ের ভাষা। নতুন রূপে দেখবে সকল আমার সোনার দেশ জ্ঞানের আলোয় পূর্ণ করে সাজিয়ে দেব বেশ। বিশ্বজুড়ে বাড়বে সেদিন এই বাংলার মান ভরবে আমার গর্বে এ বুক জুড়িয়ে যাবে প্রাণ।
source https://www.prothomalo.com/writings/বাংলার-মান
0 মন্তব্যসমূহ