কোনো কোনো সময় জীবন থেমে যায় মাঝপথে নিশ্বাস ভারী হয়ে আসে রঙিন আলো নিভে যায় আচম্বিতে পুড়ে যায় স্বপ্ন পুড়ে যায় মন থেকে যায় শুধু বিষণ্ন বিলাপ। তখন ক্ষুধা জাগে না জাগে না প্রেম রাতজাগানিয়া গল্পও আর ভালো লাগে না।