নাই–বা হলাম সহযাত্রী চোখের ভাষা বুঝি উদাস মনের বাউল হয়ে দেশ দেশান্তর খুঁজি। খুঁজি তোমায় শহর-বন্দর খুঁজি গহিন বনে তোমায় সখি কাছে পেতে ইচ্ছা জাগে মনে।