পাছে লোকে বলবে কিছু থমকে দিতে তোমায়, মন্দ কথার ফুলঝুরিতে শিকল বেদির কোমায়। ভাঙবে সবে, গড়বে তুমি লড়বে বারবার, মিথ্যা কোনো মারপ্যাঁচেতে মানবে না তো হার।

source https://www.prothomalo.com/writings/মন্দ-কথা