২০২০ সালের ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা ওই নারীর (৩৭) বসতঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর তাঁরা ঘরে থাকা নারীর স্বামীকে বেঁধে রেখে নারীকে বিবস্ত্র করে অমানুষিকভাবে নির্যাতন করেন।

source https://www.prothomalo.com/bangladesh/district/নোয়াখালীর-সেই-নারীকে-ধর্ষণ-মামলার-রায়-সোমবার