হেমন্তের ছোঁয়া
আহ্বান করি হেমন্তকে বিদায় দিয়েছি শরৎ স্নিগ্ধতাকে রয়েছে এখনো রেখে যাওয়া সামান্য রেশ হেমন্ত আজ প্রতি বাঙালির ঘরে। শীতলতা এসে ছুঁয়ে দেয় হিম হিমালয় থেকে উত্তর থেকে আগতরা হারিয়ে দেয় উত্তাপ শির শির করে গা সকাল সাঁঝে ক্রমশ শীতটা এসে বসছে জেঁকে।
0 মন্তব্যসমূহ