নিকেল আলোয় চকচকে রোদ শিশিরমাখা ভোর স্নিগ্ধ সকাল মানিক জ্বলে খুলে দিলাম দোর। হিমেল পরশ দিচ্ছে জানান আসবে অলস শীত ধানের খেতে গন্ধ ভাসে বাজছে নতুন গীত।

source https://www.prothomalo.com/writings/হেমন্তের-চাঁদনি-রাতে