একটা রোমান্টিক প্রেমের কবিতা লিখতে চাই যার প্রতিটি চরণে থাকবে শুধু তোমার উপমা। একটা ভালোবাসার গান লিখতে চাই যার প্রতিটি অন্তরায় শুধু তোমার বর্ণনা। একটা প্রেমের ছোটগল্প লিখতে চাই যার প্রতিটি শব্দে থাকবে শুধু তুমি।