জাপা চেয়ারম্যান বলেন, প্রতিমন্ত্রী সংবিধান পরিপন্থী কথা বলে শপথ ভেঙেছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া জরুরি। খতিয়ে দেখতে হবে, অস্বাভাবিক পরিস্থিতিতে প্রতিমন্ত্রী কেন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
source https://www.prothomalo.com/politics/প্রতিমন্ত্রী-কেন-উসকানিমূলক-বক্তব্য-দিয়েছেন-খতিয়ে-দেখতে-হবে-জি-এম-কাদের
0 মন্তব্যসমূহ