দুধেল আকাশের কোলে আমার প্রফুল্ল পৃথিবী সবুজাভ ঘ্রাণে প্রাণিত হয় স্বচ্ছ স্বপ্নের ঢিবি সোনালু-পাখি লাফ দেয় প্রেম-পুঁইয়ের মাচায় ঘাটে ঘাটে চারুপাঠ, লাল ফড়িং সবুজ পাতায়। এখানে গুমসো গন্ধ নেই স্বপ্নপ্রেয়সীর চুলে রুগ্‌ণনীল বাতাসের দম বন্ধ হয় না মরা নদীর কূলে এখানে নীল কিংবা সিন্ধু সভ্যতা ভাটিয়ালি গায় হিরণ্ময় প্রীতির শুভ হাতছানি বৃক্ষের চাঁদোয়ায়।