শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল হোসেনকে আটক করা হয়। এর আগে ৯৯৯–এ কল করা ইকরাম হোসেন ও নগরের দারোগাবাড়ি শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.)–এর মাজারের হুজুর মো. হুমায়ুন কবীর ও খাদেম মোহাম্মদ ফয়সলকে আটক করা হয়।

source https://www.prothomalo.com/bangladesh/district/ইকবালের-বিরুদ্ধে-নির্যাতনের-মামলা-আছে-স্ত্রীর