গত আগস্টে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের কাছে লা লিগার ১০ শতাংশ ব্যবসা বিক্রির প্রস্তাবে রাজি হলে মেসিকে ধরে রাখা সম্ভব হতো। এই চুক্তিতে রাজি না হওয়া নিয়ে তখন বার্সার সঙ্গে বিরোধ চলছিল লা লিগা সভাপতির।

source https://www.prothomalo.com/sports/আগুয়েরোমেম্ফিসকে-কেনায়-মেসিকে-রাখতে-পারেনি-বার্সা