আইপিএলে তাঁর দল চেন্নাইকেই সাফল্যের ভাগ দিলেন মঈন আলী
ওকসের করা তৃতীয় ওভারে মিড অফে দারুণ ক্যাচে উইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান এভিন লুইসকে ফেরান মঈন। সে-ই শুরু! এরপর মঈন নিজেই তুলে নেন উইকেট তুলে নেওয়ার দায়িত্ব। তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে আউট করেন মঈন, নিজের করা পরের ওভারে ফেরান শিমরান হেটমায়ারকে।
0 মন্তব্যসমূহ