বাজারদরে বিক্রি হয় বিবেক— হস্তান্তরিত হয় ব্যক্তিত্বের মালিকানা, স্থান পরিবর্তনে স্বত্ব হারায় সকল অস্তিত্ব, মেধা বিক্রির দরপত্রে সংযুক্ত হয় জটিল শর্ত।