ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। কোনোমতে গোসলটা সেরে রেডি হয়ে নাশতার টেবিলে গিয়ে দেখি, দুই পিস শুকনো পাউরুটি আর এক গ্লাস পানি। মেজাজটা খারাপ হয়ে গেল। চিৎকার করে ডাকলাম, সুমি, এদিকে এসো, এটা কী নাশতা দিয়েছ? ডিম পোচ কই? সুমিও তেড়ে আসে।
source https://www.prothomalo.com/writings/অফিসের-তাড়া
0 মন্তব্যসমূহ