বৈঠক শেষে মো. আবু জাফর হোসেন প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য আবদুল লতিফ স্যার আমাদের জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক ফারহানার বিষয়ে আমাদের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি এ বিষয়ে দণ্ডিত হবেন।’
source https://www.prothomalo.com/bangladesh/district/উপাচার্যের-আশ্বাসে-আন্দোলন-স্থগিত-করলেন-শিক্ষার্থীরা
0 মন্তব্যসমূহ