বন্ধ এখন টিভি চ্যানেল ঘুম আসে না রাতে এদিক–ওদিক করে বেড়াই ঝড় তুলে যাই খাটে। চোখের তারায় স্টার জলসা আর জি বাংলা নাচে কাজের ফাঁকে দেখে দেখেই এই প্রাণ যে বাঁচে। মনে এখন শতেক জ্বালা ভাল্লাগে না কাজে বন্ধ যখন সকল চ্যানেল মাথায় বাদ্য বাজে।

source https://www.prothomalo.com/writings/টিভি-চ্যানেল-বন্ধ