রাতের সঙ্গী
রাতের আকাশে আধফালি চাঁদ সুপারির মাথার ওপর দিয়ে উঁকি দেয় মিটিমিটি তারারা গান শোনায়— পথের পাশে জ্বলে ওঠা জোনাকিদের। টলটল পানিতে লাল পদ্মের খেলা সোনালি মাছ ভেসে বেড়ায় স্রোতজ পানিতে কুপির আলোতে জাল ফেলে মাছ ধরে জেলে অলস রাত্তিরে বিহঙ্গ জোড়া ওদের সঙ্গী।
0 মন্তব্যসমূহ