মানুষ জন্ম নিয়েই হাত-পা ছুড়ে চিত্কার করে জানায়, সে পৃথিবীতে এসেছে। পৃথিবীটাও তাকে বাঁচানোর অঙ্গীকার দিয়ে বলে, ‘লড়াই করে বাঁচতে হবে। লড়াই করে জিততে হয়। লড়াই ছাড়া বাঁচন নেই।’