শিশুদের স্থূলতার সমস্যা ঠেকানোর অংশ হিসেবে অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয়র বিজ্ঞাপন নিষিদ্ধ করতে যাচ্ছে স্পেন। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটিতে প্রতি তিন শিশুর একটি এ সমস্যায় আক্রান্ত।

source https://www.prothomalo.com/world/europe/চকলেটের-বিজ্ঞাপন-দেখতে-পারবে-না-স্পেনের-শিশুরা