বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ভোজ্যতেল ও চিনির মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছেন এ দুই খাতের ব্যবসায়ীরা। রোববার অনুষ্ঠিত বৈঠকে সরকার ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তবে চিনির ব্যাপারে নেয়নি।

source https://www.prothomalo.com/business/ভোজ্যতেলের-দাম-বাড়ানোর-প্রস্তাবে-সরকারের-সায়