৪৭ বলে ১০টি চার ও একটি ছয়ে করেছেন ৭১ রান। চতুর্থ উইকেটে নিশাঙ্কাকে নিয়ে গড়েছেন ১২৩ রানের জুটি, তা–ও আবার মাত্র ৮২ বলে। এ জুটিতে তাঁর অবদানই ৭১ রান। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতেও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
source https://www.prothomalo.com/sports/cricket/হাসারাঙ্গার-ব্যাটে-শ্রীলঙ্কার-হাসি
0 মন্তব্যসমূহ