তিন দিন আগে পেঁয়াজ ও চিনি আমদানির শুল্ক কমিয়েছে সরকার। খুচরা বাজারে চিনির দামে কোনো প্রভাব পড়েনি। তবে মজুত বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

source https://www.prothomalo.com/business/সরবরাহ-বাড়ায়-কমেছে-পেঁয়াজের-দাম-চিনির-দাম-অপরিবর্তিত