ভিয়েতনামের ফাম মিনহ ও নাগুয়েন দম্পতির সঙ্গী ছিল ১২টি পোষা কুকুর। তাঁদের কাছ থেকে কুকুরের শরীরে করোনা ছড়াবে, পরে তা আশপাশের পশুপাখির মধ্যেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা থেকে কুকুরগুলোকে মেরে ফেলেছে স্থানীয় কর্তৃপক্ষ।

source https://www.prothomalo.com/world/asia/১২-কুকুর-হারানোর-শোক