ওই দুই ছাত্রী সোমবার সকাল ৭টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে কোচিং ক্লাস করতে রওনা হয়। বিদ্যালয় থেকে ১০টার দিকে বাড়ি ফেরার কথা থাকলেও তারা দুজন ফেরেনি। বিদ্যালয়েও যায়নি।

source https://www.prothomalo.com/bangladesh/district/পাথরঘাটায়-স্কুলের-উদ্দেশে-বেরিয়ে-ষষ্ঠ-শ্রেণির-দুই-ছাত্রী-নিখোঁজ