ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের (এস এম হল) বারান্দার সিলিংয়ে ফাটলের কারণে দুর্ঘটনার আশঙ্কায় এই হলে নতুন করে কোনো শিক্ষার্থীকে সংযুক্তি (অ্যালটমেন্ট বা অ্যাটাচমেন্ট) দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

source https://www.prothomalo.com/education/দুর্ঘটনার-আশঙ্কায়-ঢাবির-এস-এম-হলে-নতুন-সংযুক্তি-বন্ধ