সোমবার সকালে আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতে রপ্তানির জন্য দুই মেট্রিক টন ইলিশ নিয়ে যান। তবে সরকারি নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার পর যাওয়ায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ট্রাকবোঝাই ইলিশ জব্দ করে।

source https://www.prothomalo.com/bangladesh/district/ভারতে-রপ্তানির-সময়-পার-হওয়ায়-চাতলাপুরে-২-টন-ইলিশ-জব্দ