ফিলিপাইনের সংবাদভিত্তিক ওয়েবসাইট র্যাপলারের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মারিয়া রেসাকে এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করার পর এক দিন পেরিয়ে গেছে। কিন্তু আজ শনিবার রাত পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। নিশ্চুপ তাঁর মুখপাত্র ও রাজনৈতিক মিত্ররাও।
source https://www.prothomalo.com/world/asia/মারিয়া-রেসার-নোবেল-জয়-প্রেসিডেন্ট-দুতার্তের-মুখে-কুলুপ
0 মন্তব্যসমূহ