আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সবচেয়ে বেশি গোল করা মেসি। এবারের ব্যালন ডি’অর জয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জয়ী জর্জিনিও।

source https://www.prothomalo.com/sports/football/মেসির-সঙ্গে-ব্যালন-ডিঅরের-দৌড়ে-আর-কারা