ইনজামামের শারীরিক অবস্থায় উদ্বিগ্ন ক্রিকেট–দুনিয়া। ওয়াসিম আকরাম থেকে হার্শা ভোগলে—অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়েছেন। ইনজামাম যেন শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে প্রার্থনাও করেছেন।
source https://www.prothomalo.com/sports/cricket/ইনজামামকে-নিয়ে-টেন্ডুলকারের-আবেগপ্রবণ-টুইট
0 মন্তব্যসমূহ