বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাওনা তিন লাখ টাকার জন্য চাপ দেওয়ায় এক পান ব্যবসায়ীকে অপহরণ করে গলা কেটে হত্যার পর লাশ গুম করা হয়েছে। অপহরণের ২০ দিন পর পুলিশ অপহরণকারী দলের একজন সদস্যকে আটক করে।

source https://www.prothomalo.com/bangladesh/district/পাওনা-টাকা-চাওয়ায়-ব্যবসায়ীকে-অপহরণের-পর-গলা-কেটে-হত্যা