পৌর পার্ক বা লাল পার্ক জমে ওঠে সন্ধ্যা নামার পরপর। শহরের ব্যস্ত মানুষগুলো বেলা গড়াতেই ছুটে আসে এখানে। কর্মদিবস শেষে পরিশ্রান্ত মানুষের দল কৃত্রিমভাবে সাজানো পার্কে প্রকৃতির ছোঁয়া খোঁজে।