ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোলের হেরে যাওয়া ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। গোলকিপার শহিদুল আলমের জায়গায় আনিসুর রহমান, ডিফেন্ডার রেজাউল করিমের জায়গায় রিয়াদুল হাসান, মিডফিল্ডার সোহেল রানার জায়গায় রাহবার ও সাদ উদ্দিনের জায়গায় মাহবুবুর রহমান।

source https://www.prothomalo.com/sports/football/বড়-ব্যবধানেই-হারল-বাংলাদেশ