রোদে পুড়ে জলে ভিজে ভুলে নিজের কথা মাটির আলিঙ্গনে তাঁরা ভোলেন সকল ব্যথা। মাটির সনে কথা বলেন মাটির মানুষ তাঁরা মাটির মাঝে সোনার ফসল ফলিয়ে তোলেন যাঁরা।