ওবায়দুল কাদের বলেছেন, পাবনায় গত পৌরসভা নির্বাচন ঘিরে অনেকেই সেখানে বিদ্রোহ করেছেন। প্রায় ২০ জন নেতা ক্ষমা চেয়ে একটা চিঠি পাঠিয়েছেন। তাঁদের ক্ষমা করে দিয়েছেন দলের সভাপতি। তবে দলীয় প্রধান এটাও বলেছেন, যাঁরা দলের শৃঙ্খলার বাইরে কাজ করেছেন বিভিন্ন জায়গায়, তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিতে হবে। তাঁদের বিষয়ে ছাড় দেওয়া যাবে না।
source https://www.prothomalo.com/politics/নির্বাচনে-আলীগের-ইশতেহারে-কী-কী-থাকবে-তা-প্রস্তুতের-নির্দেশ
0 মন্তব্যসমূহ