কিছু কিছু মানুষের চোখের দিকে তাকালেই মনে হয় কত দিনের চেনা। নীলা মেয়েটিকে প্রথম দেখে সে রকম মনে হয়েছিল। কী রকম যেন এক নেশা আছে তার দুই চোখে, একবার তাকালে সেই নেশাই যেন কাছে টেনে নিয়ে যায়। বয়সে আমার চেয়ে কম করে হলেও ১৫-১৬ বছরের ছোট হবে নীলা