তালেবান কি তাহলে আর সন্ত্রাসবাদী নয়? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বৃহস্পতিবারও এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি। যদিও এটুকু বুঝিয়ে দেওয়া হয়, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভারত এখনো মনস্থির করেনি।
source https://www.prothomalo.com/world/asia/তালেবান-সন্ত্রাসবাদী-কি-না-প্রশ্নে-নীরব-ভারত
0 মন্তব্যসমূহ