১৯৭১ সালের এপ্রিলের শুরুর দিকে আমি ব্রাহ্মণবাড়িয়া হয়ে আগরতলা পৌঁছাই। সেখান থেকে কলকাতা। দলে ছিলাম আমরা তিনজন। আমি ছাড়া রেহমান সোবহান আর ড. মোহাম্মদ আনিসুর রহমান। কলকাতায় যাওয়ার পর অধ্যাপক এ আর মল্লিক, শিল্পী কামরুল হাসান, জহির রায়হান, ওয়াহিদুল হক, হাসান ইমান, মওদুদ আহমদ, নিতুন কুণ্ডুসহ অনেকের সঙ্গে দেখা হয়।
source https://www.prothomalo.com/supplements/victory-day/মুক্তিযুদ্ধে-বুদ্ধিজীবীদের-সমন্বয়
0 মন্তব্যসমূহ