সিলেট নগরে তিন দিনব্যাপী গণটিকার প্রথম পর্যায়ে যে কেন্দ্রে, যে তারিখে যিনি মডার্নার টিকা গ্রহণ করেছেন, তাঁদের একই কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। প্রথম ডোজের সঙ্গে মিল রেখে দ্বিতীয় ডোজও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে গ্রহণ করতে হবে।

source https://www.prothomalo.com/bangladesh/district/সিলেটে-গণটিকার-দ্বিতীয়-ডোজ-মঙ্গলবার-থেকে