ঘটক জমিলা খালা প্রতি মাসে কম করে হলেও দুটি করে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ব্যাংকার সব ধরনের পাত্রই তাঁর কাছে আছে। সামনে অনার্স ফাইনাল পরীক্ষা। বাসায় বলেছি, অনার্স কমপ্লিট না করে কিছুতেই বিয়ে করছি না। যদিও এই ইচ্ছাটা আমার নয়, শিহাবের। জমিলা খালা যেকোনো প্রস্তাব এনেই আম্মুকে এমনভাবে চেপে ধরেন যে, এখনই বিয়ে না দিলে ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ